/anm-bengali/media/media_files/j9S8HZia3qG94JD04RdB.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃফের নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে বিস্ফোরক মন্তব্য করেছেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন, “বিচিত্র এই বঙ্গে, উচ্ছেদের দুই চিত্র।একদিকে,বোলপুরে ভেঙে ফেলা হয়েছে ঘর ও বাবার দোকান, স্কুল থেকে ফিরে সব সম্বল হারানোর যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়েছে দুই খুদে।বোলপুর-শ্রীনিকেতন রোডের উপর অবস্থিত ছিল এই দোকান।
/anm-bengali/media/media_files/Ig4DF8B97S9BtR2E4elt.jpg)
অন্যদিকে, রাজারহাট নিউটাউন এলাকার চকপাঁচুড়িয়া মৌজায় পূর্বতন সরকারের দ্বারা অধিকৃত জমিতে স্থানীয় তৃণমূল নেতাদের মদতে অসাধু ব্যবসায়ীরা সরকারি জমি অবৈধ ভাবে দখল করে বিলাসবহুল রেস্তোরাঁ বানাচ্ছেন, অথচ HIDCO-র কর্তাদের চোখে তা পড়ে না। পুলিশ তো ঘুষ পেলে চোখে ঠুলি পরে নেয়, তারপর এই সব বেআইনি কাজকর্ম নজরে আসে না। এই রকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে, প্রয়োজনে আরও প্রকাশ করবো ভবিষ্যতে।”
বিচিত্র এই বঙ্গে, উচ্ছেদের দুই চিত্র:-
— Suvendu Adhikari (@SuvenduWB) June 28, 2024
একদিকে:
বোলপুরে ভেঙে ফেলা হয়েছে ঘর ও বাবার দোকান, স্কুল থেকে ফিরে সব সম্বল হারানোর যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়েছে দুই খুদে !!!
বোলপুর-শ্রীনিকেতন রোডের উপর অবস্থিত ছিল এই দোকান।
অন্যদিকে:
রাজারহাট নিউটাউন এলাকার চকপাঁচুড়িয়া মৌজায়… pic.twitter.com/QEeQVbDZyd
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us