/anm-bengali/media/media_files/2025/08/25/whatsapp-image-2025-08-25-2025-08-25-19-10-56.jpeg)
নিজস্ব প্রতিনিধি, নদীয়া: সাত সকালে পথ দুর্ঘটনা নদীয়ার শান্তিপুরে। আহত একাধিক। দাঁড়িয়ে থাকা লরিতে পেছন থেকে ধাক্কা যাত্রী বোঝাই বেসরকারি লাক্সারি বাসের।
বাস যাত্রীদের অভিযোগ, বাসটি কৃষ্ণনগরের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। তখনই বাসের ড্রাইভার জল পান করতে যায় ও নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে পেছনদিক থেকে ধাক্কা মারে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের বিএড কলেজের কাছে ঘটে। এই পথ দুর্ঘটনায় আহত হয় একাধিক বাস যাত্রী। বেশ কিছু যাত্রীদের নিয়ে আসা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। কারোর মাথা ফেটে গেছে, কারোর নাক ফেটে গেছে। বাসে থাকা প্রত্যেক যাত্রী আহত হয়েছে। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ২ গুরুতর আহত ব্যক্তিকে কৃষ্ণনগরে স্থানান্তরিত করেছে শান্তিপুর হাসপাতাল। অপরদিকে বেশ কিছু যাত্রী কৃষ্ণনগর হাসপাতাল এবং রানাঘাট হাসপাতালেও চিকিৎসার জন্য গেছে বলে সূত্রের খবর। ঘটনার পরেই শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে পৌঁছয় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করে। ঘাতক বাস এবং লরিটিকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000069162.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us