/anm-bengali/media/media_files/gXmlvpBYlHcBunoyHjdS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হুগলির গোঘাটের কামারপুকুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রথমে ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একটি মোটর বাইক ও ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে ডাম্পারটি। দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ৪০ জন। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের গোঘাট ও আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুরের মেচেদা যাচ্ছিল বাসটি। কামারপুকুরের কাছে একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। বাসের সঙ্গে সংঘর্ষের পর রাস্তার ধারে থাকা একটি বাইক ও ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে ডাম্পারটি। ঘটনায় দুই বাইক আরোহী, ইঞ্জিন ভ্যান চালক সহ বাসে থাকা প্রায় ৪০ জন জখম হয়। বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল বলে দাবি যাত্রীদের।
দুর্ঘটনার পর প্রথমে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কামারপুকুর গ্রামীণ হাসপাতালে। পরে সেখান থেকে আহতদের স্থানান্তরিত করা হয় গোঘাট ও আরামবাগ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us