দাউ দাউ করে জ্বলে উঠল যাত্রী বোঝাই বাস, আতঙ্ক

যাত্রী বোঝাই বাসে আগুন, দরজা কিংবা জানলা দিয়ে বাস থেকে নামেন যাত্রীরা। প্রবল আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে।

author-image
SWETA MITRA
New Update
COVER fire.jpg

 নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ দাউ দাউ করে জ্বলে উঠল যাত্রী বোঝাই বাস (Bus)। হুড়োহুড়ি পড়ে গেল যাত্রীদের মধ্যে। দরজা অথবা জানলা দিয়ে বাস থেকে নামেন যাত্রীরা। যাত্রী বোঝাই বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। খড়গপুর থেকে বেলদা যাবার সময় নারায়ণগড় থানার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর হঠাৎ করেই চলন্ত বাসে আগুন লেগে যায়। তড়িঘড়ি বাস থেকে নামেন যাত্রীরা এরপরই আগুনের কড়াল গ্রাসে কার্যত পুড়ে ছাই যাত্রী বোঝাই বেসরকারি বাস। জানা গিয়েছে খড়গপুর থেকে বেলদার দিকে যাওয়ার সময় খড়্গপুরের কাছেই বাসে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা যায়। ত্রুটি সারিয়ে ফের বাস গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলে নারায়ণগড়ের সাত নম্বর জাতীয় সড়কের উপর আগুন লেগে যায়। বাসে ধোঁয়া দেখতে পাওয়ায় যাত্রীরা তড়িঘড়ি নেমে প্রাণ বাঁচায়। প্রাথমিকভাবে স্থানীয়রা এবং পার্শ্ববর্তী থাকা একটি বেসরকারি কারখানা থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খড়গপুর দমকলে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।