কলকাতার উদ্দেশ্যে রওনা হল ট্রেন দুর্ঘটনায় মৃত, আহতদের পরিবার ভর্তি বাস

বালেশ্বরের বাহানাগায় (Balasore Train Accident) ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

author-image
SWETA MITRA
New Update
debraষ.jpg

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুরঃ বালেশ্বরেরবাহানাগায় (Balasore Train Accident)ট্রেনদুর্ঘটনায়মৃতআহতদেরপরিবারকেআর্থিকসাহায্যকরবেনরাজ্যেরমুখ্যমন্ত্রীমমতাবন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

debra 2.jpg

পশ্চিমমেদিনীপুরজেলারমোট১১০জনপরিবারেরসদস্যদেরসেইআর্থিক সাহায্য তুলেদেওয়াহবেকলকাতারনেতাজীইন্ডোরস্টেডিয়ামে।তাইবুধবারসকাল৯টানাগাদডেবরাথেকেপুলিশি নিরাপত্তার মধ্যে দিয়েতিনটেবাসেট্রেনদুর্ঘটনায়মৃতআহতদেরপরিবারকেবাসেনিয়েযাওয়াহলকলকাতায়।

debra 3.jpg

ট্রেনদুর্ঘটনায়পশ্চিমমেদিনীপুরজেলার ৬  জনেরমৃত্যুহয়েছে। সেইপরিবারেরসদস্যরাওথাকবেন। আহতহয়েছে১০৪জন।তাদেরপরিবারকেওআর্থিকসাহায্যকরাহবে। তাইজেলাথেকেতিনটিবাসেকরেডেবরাথেকেপাঠানোহয়তাদের।ডেবরার বিডিও, ওসি ও অন্যান্য আধিকারিকরা সকলকে বাসে করে পাঠানোর ব্যবস্থা করেছেন।