মুখ্যমন্ত্রীর একগুচ্ছ নির্দেশিকা! প্রয়োজনে ওসি বদল

রাজ্যে একের পর এক দুর্ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার এগরার খাদিকুল গ্রামে বাজি বিস্ফোরণে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করে একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Pallabi Sanyal
27 May 2023
মুখ্যমন্ত্রীর একগুচ্ছ নির্দেশিকা! প্রয়োজনে ওসি বদল

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে একের পর এক দুর্ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার এগরার খাদিকুল গ্রামে বাজি বিস্ফোরণে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করে একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দেন প্রয়োজনে বদল করা হবে ওসিকে। তার আরো নির্দেশ, আগামীকাল থেকেই কর্ম জীবনে ফিরবেন বাজি বিস্ফোরণের ঘটনায় জখমরা। তাদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বাংলার বর্জার সিল করার প্রস্তাব দিয়ে তিনি বলেন, ঝাড়খণ্ড থেকে অস্ত্র ঢোকে রাজ্যে। ওড়িশাতেও বাজি যায়।