“বুদ্ধং শরণং গচ্ছামি"- সুকান্ত মজুমদার কি বললেন?

সুকান্ত মজুমদার কি বললেন?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
sukanta k2

File Picture

নিজস্ব সংবাদদাতা: সুকান্ত মজুমদার গৌতম বুদ্ধর জন্ম বার্ষিকী উপলক্ষে বড় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "“বুদ্ধং শরণং গচ্ছামি
ধম্মং শরণং গচ্ছামি
সঙ্ঘং শরণং গচ্ছামি”

রাজ্যবাসীকে জানাই বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা।

ভগবান গৌতম বুদ্ধের বার্তা — যা সত্য, সমতা ও সহানুভূতির উপর প্রতিষ্ঠিত — চিরকাল মানবজাতির জন্য এক দীপ্তিমান পথপ্রদর্শক।
ত্যাগ, তপস্যা ও করুণায় ভরা তাঁর জীবন দর্শন বিশ্বকে শান্তি, সহমর্মিতা ও মানবিকতার পথে এগিয়ে চলার প্রেরণা জুগিয়ে যাবে"।

sukanta k1