মর্মান্তিক, চলল গুলি! আত্মঘাতী বিএসএফ আধিকারিক

আজ এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুর জেলা।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
হন

সংগৃহীত

নিজস্ব সংবাদদাতাঃ সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক বিএসএফ আধিকারিক। জানা গিয়েছে, সার্ভিস রিভলবার দিয়ে নিজের বুকে চার রাউন্ড গুলি চালিয়েছেন আধিকারিক। এই ঘটনার পর বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানকে নিয়ে আসা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। শনিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তের চকগোপাল বিওপিতে এই ঘটনা ঘটে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বিএসএফের ক্যাম্পে। কেন ওই বিএসএফ আধিকারিক আত্মহত্যা করলেন, সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে। বিএসএফ সূত্রে খবর, নিজের ঘরেই আত্মঘাতী হন বিএসএফ আধিকারিক। মৃত বিএসএফ আধিকারিকের নাম ওমপ্রকাশ মীনা(৪৮)। তাঁর বাড়ি রাজস্থানে। বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের সাব-ইন্সপেক্টর পদে নিযুক্ত ছিলেন তিনি। 

এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিকরা। রবিবার মৃত বিএসএফ জওয়ানের দেহের ময়নাতদন্ত হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তারপর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।