নির্বাচন কমিশনের দিকেই আঙুল তুললেন BSF-এর ডিআইজি

শনিবার পঞ্চায়েত ভোটের সকাল থেকে চারিদিকে ভোটকে ঘিরে মারপিট, হাতাহাতি, খুন, মৃত্যুমিছিল চলছিল। এদিকে রাজ্য পুলিশ নীরব রয়েছে বলে অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। এবার এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন BSF-এর ডিআইজি।

author-image
SWETA MITRA
New Update
bsf dig.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে এবার মন্তব্য করলেন  বিএসএফ (BSF)-এর ডিআইজিএসএসগুলেরিয়া। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পঞ্চায়েতনির্বাচনেরজন্যবিএসএফ, সিএপিএফএবংরাজ্যসশস্ত্রবাহিনীরজওয়ানদেরমোতায়েনকরাহয়েছেযেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনীমোতায়েনছিল সেখানে কোনওহতাহতেরখবরপাওয়াযায়নিযেখানেইএইবাহিনীকেমোতায়েনকরাহয়েছিলসেখানেনির্বাচনসুষ্ঠুভাবেসম্পন্নহয়েছিল।  আমরাসংবেদনশীল, অত্যন্তসংবেদনশীলভোটকেন্দ্রগুলিরএকটিতালিকাপাইনিযাবাহিনীমোতায়েনেরজন্যসহায়কআমরারাজ্যনির্বাচনকমিশনকেচিঠিদিয়েছিকিন্তুপ্রয়োজনীয়তথ্যপাইনি।‘