নির্মমভাবে মারধর, হয়রানি ও শ্লীলতাহানি- বিজেপি করাই কি হল পাপ? মুখ খুললেন অগ্নিমিত্রা পল

কি বললেন অগ্নিমিত্রা পল?

author-image
Aniket
New Update
agnimitraaw2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের বিজেপি করার অপরাধে বাংলায় ফের এক নারীকে মারধর এমনকি শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। এই বিষয়ে ট্যুইট করে মুখ খুললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।

agnimitraaw1.jpg

তিনি বলেছেন, "বিরোধী দলকে সমর্থন করার জন্য বিজেপি সমর্থক খুকুমনি গোস্বামীকে নির্মমভাবে মারধর, হয়রানি ও শ্লীলতাহানি করা হয়েছে। এ কোন রাজ্যে বাস করছি আমরা"। তার ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।