New Update
/anm-bengali/media/media_files/2025/07/12/c83aa62a-86d8-42d4-b18b-acd6f4d2b8db-2025-07-12-09-38-46.jpeg)
File Picture
নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার ভাঙ্গনমারি গ্রামে একটি অনুষ্ঠান চলার সময় দুজনকে কুপিয়ে খুন করা হয়েছে। যার ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ভোর রাতে অতর্কিতভাবে এই অনুষ্ঠান দেখতে যাওয়া দুই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। খুন হয়েছেন সুজিত দাস, তার বয়স ২২ বছর। অপর ব্যক্তি সুধির পাইক, তার বয়স ৬৬ বছর।
/anm-bengali/media/post_attachments/3d12edac-8c1.png)
খবর ছড়িয়ে পড়তে কাতারে কাতারে মানুষ খেজুরি থানায় জমায়েত হয়। সেখান থেকে, বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। আচমকাই খুনের ঘটনায় অনুষ্ঠানের আনন্দে বিষাদের কালো ছায়া নামিয়ে এনেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ তদন্ত শুরু করেছ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us