আমবাগানের আড়ালে মাদক ফ্যাক্টরি, উদ্ধার ৪০ কোটি টাকার ব্রাউন সুগার

কোথা থেকে মিলল এই মাদক দ্রব্য?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-24 at 7.53.30 PM

নিজস্ব সংবাদদাতা, মালদহ: পুজোর ঠিক আগে মালদহে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করা হল। মালদহ জেলা পুলিশের অভিযানে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ি এলাকায় এক গোপন ডেরায় মিলল প্রায় ৩৯ কেজি ব্রাউন সুগার, যার বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে শাহবাজপুরের পাকা কোট আমবাগানের ভেতর এই মাদক তৈরির কারবার চলছিল। গোপন খবরের ভিত্তিতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ হানা দিয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে। তৎক্ষণাৎ ধরা পড়ে ৩ জন বরকত সেখ, রউফ সেখ ও হাসিবুর সেখ। সকলের বাড়ি কালিয়াচকের মোজমপুর হারুচক এলাকায়।

মালদহ জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, মোট ১০-১৫ জন মিলে ওই গোপন ডেরায় ব্রাউন সুগার প্রস্তুত করছিল। পুলিশের হঠাৎ অভিযানে বাকিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। বুধবারই তাদের মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশি হেপাজতের আবেদন জানানো হয়। পুজোর আগে এই বিপুল মাদক উদ্ধারে জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক অন্যান্য কারবারিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Brown Sugar Addiction - Causes, Symptoms And Treatment