/anm-bengali/media/post_banners/flTBV9cZKiPcOxPdqQJT.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র দুদিন পরেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ' দানা '। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, ইতিমধ্যে জেলায় জেলায় তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ' দানা '। এই আবহেই প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে জেলাগুলি। জেলা শাসকেরাও ইতিমধ্যে প্রশাসনিক বৈঠকের মাধ্যমে ঘূর্ণিঝড়ের জন্য আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে।
জানা গিয়েছে যে, জেলায় জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। আজ বুধবার মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যে সকল মৎস্যজীবিরা সমুদ্রে গিয়েছিলেন, তারাও ইতিমধ্যে ফিরে এসেছেন।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আগামী ২৫ তারিখ পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে ' দানা '। জানা গিয়েছে বৃহস্পতিবার পুরী ও সাগর দ্বীপের মাঝে আছড়ে এই আবহেই আজ ২৩ তারিখ থেকে আগামী ২৫ তারিখ পর্যন্ত ১৪টি জেলায় সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওড়িশা প্রশাসনের তরফে। এছাড়াও, পুরীর সমুদ্র সৈকতের আশপাশে যে সমস্ত স্থানীয় বাসিন্দারা থাকেন তাদেরও অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে।
এ ক্ষেত্রে আরও উল্লেখ্য যে, পুরীর পর্যটকদেরও ইতিমধ্যে নিজের নিজের জেলায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। আজ বুধবার বাতিল হয়েছে শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস, পুরী-জয়নগর এক্সপ্রেস সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। আগামীকাল বৃহস্পতিবার বাতিল করা হয়েছে কলকাতা-পুরী স্পেশাল এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন। এছাড়াও, শুক্রবার বাতিল করা হয়েছে দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us