/anm-bengali/media/media_files/mjmuooop.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মসল্লাপট্টি সার্বজনীন দূর্গোৎসব কমেটি, ফালাকাটা। তাদের এই বছরের পুজো ৫৩ বছর বর্ষে পদার্পণ করলো। তাদের এই বছরের পুজোর থিম "সমাহারে সমারহ''। পিতলের বেলপাতা, বালতি, ঘটি, ও অন্যান্য সামগ্রী দিয়ে তৈরি হয়েছে তাদের এই মন্ডপসজ্জা। একটি পুজোর আয়োজনে যা যা সামগ্রী দরকার পিতলের সবকিছুই এই মসল্লাপট্টি সার্বজনীন দূর্গা উৎসব কমিটির পূজোর থিম প্যান্ডেলে দেখা যাবে।
তাদের থিম মেকার কলকাতার বিশিষ্ট শিল্পী বিমান সাহা। প্যান্ডেলের মূল আকর্ষন হিসেবে থাকছে দুটি দুর্গার মুখ মন্ডল, যা প্রায় দেড় লক্ষ বেলপাতা আকারে পিতল দিয়ে তৈরি করা হয়েছে। ভেতরের পরিবেশ আলো ও বিভিন্ন জিনিসের সাহায্যে মায়াবী করে তোলা হয়েছে। এছাড়াও প্যান্ডেলে রয়েছে কয়েক হাজার মাটির প্রদীপ। প্যান্ডেলে এর ভেতরে রয়েছে দুটি বড় হাতির মূর্তি এবং সামনে বড় সুদৃশ্য ঝাড়বাতি। মন্ডপসজ্জার সাথেই সামঞ্জস্য রেখে দূর্গা মূর্তি স্থান পেয়েছে এই মন্ডপে।
/anm-bengali/media/media_files/bbhgnhj.png)
ফালাকাটা মসল্লাপট্টি সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে জানা যায়, পুজোকে কেন্দ্র করে যে সমাহার হয় সেটাই তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। একটি পুজোয় বিভিন্ন উপকরণ যেমন - থালা বাসন, কাঁসর ঘন্টা, ফুল বেলপাতা ইত্যাদি যা থাকে এই সবই রয়েছে এই পুজো মন্ডপে। তবে সব কিছুই ব্যবহার করা হয়েছে পিতলের। প্রত্যেক বারই একাধিক পুরস্কার পেয়ে থাকে মসল্লাপট্টি। এবারও তা পরিবর্ত হবে না বলে মনে করছেন উদ্যোক্তারা।
/anm-bengali/media/media_files/muk98.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us