দালাল রাজ! এবার অনুব্রতর গড়ে?

এসএসকেএমের বিরুদ্ধে মদন মিত্রের ঝুরি ঝুরি অভিযোগের পর এবার আরেকটি সরকারি হাসপাতালের বিষয়ে মুখ খুললেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও।

author-image
Pallabi Sanyal
New Update
rampurhat

নিজস্ব সংবাদদাতা : দালাজ রাজ! আবারও অভিযোগ! কাঠগড়ায় এবার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল। পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন। এসএসকেএমের বিরুদ্ধে মদন মিত্রের ঝুরি ঝুরি অভিযোগের পর এবার  আরেকটি সরকারি হাসপাতালের বিষয়ে মুখ খুললেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও। বীরভূম জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে গরু পাচার মামলায় তিহারে বন্দি। আর তারই গড়ে কিনা সরকারি হাসপাতাল থেকে  বেসরকারি হাসপাতালে রোগী স্থানান্তর করে কমিশনে পকেট ভরাচ্ছেন দালালরা! আর হাসপাতালও রেফার করছে। অভিযোগ এমনই। সমস্যায় পড়ছেন রোগী থকে রোগীর পরিবারের লোকেরা। বিষয়টা নজরে আসতেই তড়িঘড়ি ছুটির দিনেই ডাকা হয় বৈঠক। রামপুরহাট সার্কিট হাউসে উপস্থিত হন সাংসদ শতাব্দী রায়, জেলাশাসক বিধান চন্দ্র রায়, রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভাস, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ স্থানীয় নেতৃত্বরা। বৈঠক শেষ হতেই হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হন শতাব্দী।  দু’মাস অন্তর পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিংয়ের কথা জানান তিনি। তিনি অনুমোদন করার পরেও কীভাবে দালালরাজ চলছে সে নিয়েও বিস্মিত তিনি।