ভগ্ন হাই ড্রেনের স্ল্যাব! আদালতে যাওয়ার আগেই ঘটতে পারে দুর্ঘটনা

দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে, দাবি নগর নিগমের। 

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-23 at 1.54.29 PM

হরি ঘোষ, দুর্গাপুর: ভেঙে পড়েছে হাই ড্রেনের স্ল্যাব। ঢুকে যেতে পারে বিচারাধীন বন্দিদের নিয়ে পুলিশের গাড়ি। আতঙ্কের মধ্যেই যাতায়াত দুর্গাপুর মহকুমা আদালতে। আদালতে বিচার হওয়ার আগেই এই ড্রেনে ঢুকে বিচার হয়ে যেতে পারে অভিযুক্তদের আর বিচারাধীন বন্দিদের। এর দায় দুর্গাপুর নগর নিগমের, কটাক্ষে বিজেপি। 

দুর্গাপুর মহকুমা আদালতের পিছন দিকের রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষের যাতায়াত। বহু পুলিশের গাড়ি করে বিচারাধীন বন্দিদের আর থানা থেকে ধৃতদের নিয়ে যাওয়া হয়। সেই রাস্তায় দুর্গাপুর নগর নিগমের একটি ড্রেন রয়েছে। সেই ড্রেনের স্ল্যাব ভেঙে পড়েছে। হঠাৎ করে গাড়ি ঘুরতে গেলে যখন তখন ঘটতে পারে দুর্ঘটনা। এমনকি সমস্যার মধ্যেই পুলিশের গাড়ি ঘুরতে দেখা যাচ্ছে। মহকুমা আদালতে আসা প্রকাশ সিং নামের এক ব্যক্তি বলেন, "এই রাস্তার শোচনীয় অবস্থা। হাই ড্রেনের স্ল্যাবও ভেঙে গেছে। চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়"। বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা বলেন, "বিচারের কেন্দ্র আদালত। আদালতে যাওয়ার প্রধান রাস্তায় নগর নিগমের ড্রেনের স্ল্যাব ভেঙে পড়েছে। আদালতে নিয়ে যাওয়ার আগেই এই ড্রেনে ঢুকে বিচার হয়ে যেতে পারে বিচারাধীন বন্দিদের আর অভিযুক্তদের। দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে"। যেখানেই যা সমস্যা হচ্ছে তার সমাধান করা হচ্ছে দাবি করে প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব বলেন, "দুর্গাপুরের বিভিন্ন জায়গাতেই ড্রেনের সমস্যা হচ্ছে। কোথাও স্ল্যাব ভেঙে যাচ্ছে। তবে এই সমস্যাগুলোর সমাধান করা হচ্ছে। এই ড্রেনের স্ল্যাবও মেরামত করা হবে"।

drainbjp