ব্রিজে বিপত্তি! মাটি ধসে গিয়ে হল সমস্যা

ধস মেরামতে তড়িঘড়ি কাজ শুরু করেছে পূর্ত দফতর।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-24 at 7.22.07 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই কেঠিয়া খালের উপর নতুন কেঠিয়া ব্রিজে ঘটল। বছর দুই আগে ঘাটাল-চন্দ্রকোনা ৪ নম্বর রাজ্যসড়কে কেঠিয়া খালের উপর নতুন স্টিল ব্রিজ তৈরি করে পূর্ত দফতর। গত কয়েকদিন আগে টানা বৃষ্টির জেরে কেঠিয়া খালের উপর জল বিপদসীমার ওপর দিয়ে বইছিল। বর্তমানে জল অনেকটা কমতেই কেঠিয়া ব্রিজে বিপত্তি দেখা যায়। খালের দুই পাড়ে কংক্রিটের পিলার তৈরি করে স্টিল ব্রিজ নির্মাণ করা হয়। তবে ব্রিজের একাংশের কংক্রিট পিলারের সাথে সংযোগকারী রাস্তার পিচিং বা গার্ডওয়াল ধসে গিয়ে বিপত্তি হয়। পিলারের একদিকের মাটি ধসে যাওয়ায় আলগা হয়ে গিয়েছে পিলারের সাথে রাস্তার গার্ডওয়ালের অংশ। ধসে যাওয়া জায়গা ঘিরে দিয়ে বাকি জায়গা দিয়ে যানচলাচল হচ্ছে। তবে খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শন করেন পূর্ত দফতরের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। বিলম্ব না করে তড়িঘড়ি কাঠের বল্লি, বালির মোরাম মজুত করে ধসে যাওয়া অংশ মেরামতের কাজ শুরু হয়েছে। তবে স্থানীয়দের দাবি, ব্রিজের সামনে রাস্তার ধারের যে অংশে বড় গর্ত দেখা গেছে সেট্স অনেক দিনের। আগেই ওই গর্ত মেরামতের উদ্যোগ নিলে এই ঘটনা ঘটত না। ওই গর্ত দিয়ে জল প্রবেশ করে মাটি ধসে যাওয়ার ঘটনা ঘটতে পারে বলে দাবি এলাকাবাসীর। তবে এই নিয়ে স্থানীয় প্রশাসন থেকে পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার জানিয়েছে যে আতঙ্কের বা ভয়ের কিছু নেই। ব্রিজের মুল জায়গায় কোথাও কোনো ক্ষতি হয়নি। রাস্তায় থাকা গর্ত দিয়ে জল প্রবেশের কথা স্বীকার করে পূর্ত দফতরের ডিগ্রি সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ ভূঁইয়া জানান যে কোনো কারণে গর্ত হয়ে গিয়েছিল। ওটা দিয়ে জল ঢুকেছে। এই বিষয়ে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস জানিয়েছেন যে প্রবল জলোচ্ছ্বাসের ফলে জলের এতো চাপ ছিল যে সাইডে একটু ব্রিচ হয়ে গিয়েছে। পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা কাজ শুরু করেছে ও কাজ চলছে।

suman

diguadnew