দীর্ঘদিনের দাবি পূরণ! শালবনিতে সেতুর সূচনা জুনের

কথা রাখলেন সাংসদ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-22 at 5.16.16 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বর্ষার যন্ত্রণা তার আগেই মেটালেন জুন। লোকসভা নির্বাচনে এসে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সাংসদ। বর্ষা মানেই দুঃসহ সেই দিন। ধুয়েমুছে সাফ রাস্তা। বন্ধ হয়ে যায় পড়ুয়াদের স্কুল যাওয়া। যে কোনও কাজে বেরোতে হলে কমপক্ষে ২০ কিলোমিটার রাস্তা ঘুরে গেলে তবে মিলবে সমাধান। এই সমস্যারই সমাধানে উদ্যোগী হলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। লোকসভা ভোটের প্রচারে এসে কথা দিয়েছিলেন তিনি। সেই মতোই শালবনির দুই অঞ্চলের মধ্যে কমপক্ষে ২০ কিলোমিটার দূরত্ব ঘোচানোর উদ্যোগ নিলেন সাংসদ। শালবনি ব্লকের কাশীজোড়া অঞ্চলের যুগডিহা এবং গড়মাল অঞ্চলের গোয়ালডিহির মাঝে পারাং নদীর খালের উপর তৈরী হবে এই সেতু। আর এই খবর পাওয়ার পরই জঙ্গলমহলের এই সমস্ত এলাকার বাসিন্দাদের আনন্দ যেন আর ধরছে না। প্রতিশ্রুতি মতোই কজওয়ে সেতুর শিলান্যাস করলেন সাংসদ জুন মালিয়া।

digad

june maliaah.jpg