ফের বাংলায় ভেঙে পড়ল ব্রীজ

১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানা সংলগ্ন এলাকায় ভেঙে পড়ল ব্রীজ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-11 3.15.01 PM

নিজস্ব সংবাদদাতা: দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানা সংলগ্ন এলাকায় ভেঙে পড়ল ব্রীজ। ভোগান্তি স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা।  শনিবার দুপুর ১ টা নাগাদ ভেঙে পড়ে ব্রীজটি। রাস্তার দুপাশে আটকে পড়ে একাধিক বাস ও  লরি।  ঘটনার স্থলে পৌঁছায় মারিশদা থানার পুলিশ থেকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা।

WhatsApp Image 2025-10-06 at 12.11.01