/anm-bengali/media/media_files/2025/11/15/whatsapp-image-2025-11-15-at-2025-11-15-20-19-14.jpeg)
LLLLL
নিজস্ব সংবাদদাতা : ​ওভারলোড ডাম্পারের ভারে ভেঙে পড়ল তুফানগঞ্জ -২ ব্লকের মানসাই এলাকায় আমবাড়ি-খেরবাড়ি- দেবগ্রাম - সংযোগকারী মরা রায়ডাক নদীর উপর টগর অধিকারী সেতু। স্থানীয় বাসিন্দারা জানান প্রতিনিয়ত এই সেতুর উপর দিয়ে রাত প্রায় তিনটে থেকে চলে ওভারলোড ডাম্পারের যাতায়াত। ব্রিজের স্বাস্থ্য অবস্থা খারাপ থাকা সত্বেও প্রতিনিয়ত চলতো এ ধরনের যাতায়াত। একাধিকবার প্রশাসনকে জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে সেরকম কোনও পদক্ষেপ না নেওয়ার ফলেই এই ঘটনা ঘটলো বলে জানিয়েছেন স্থানীয়রা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/03/whatsapp-image-2025-10-03-at-1-2025-10-03-10-54-07.jpeg)
এদিকে এই বিষয়ে তুফানগঞ্জ ২ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অজয় কুমার দণ্ডপাত মহাশয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি আমরা ইতিমধ্যেই জেনেছি, এবং তিনি প্রকারান্তরে স্বীকার করে নেন যে ব্রিজের স্বাস্থ্যের অবস্থা যথেষ্টই খারাপ ছিল। তিনি জানান ইতিমধ্যেই তিনি নির্দেশ দিয়েছেন যাতে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে যাতায়াতের বিকল্প উপায় তৈরি করা যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us