ব্রেকিংঃ নবীন-প্রবীণ দ্বন্দ্ব, সাফ কথা জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো

দলে নবীন-প্রবীণ দুই শিবিরকেই তার প্রয়োজন বলে স্পষ্ট জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Adrita
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ফের একবার নজরে এসেছে। এবার আগামী নির্বাচনের আগে সেই বিষয়েই দলকে স্পষ্ট ভাষায় সতর্ক করে দিলেন তৃণমূল সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দেগঙ্গার সভা থেকে স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানিয়ে দেন তিনি। তিনি বলেন, " নিজেদের আরও সংগঠিত করতে হবে। ছাত্রযুবদের এগিয়ে দিতে হবে আমাদের। প্রাপ্য় মর্যাদা দিতে হবে সিনিয়র নেতাদের। এটা আমি বার বার বলে আসছি। পুরনো চাল ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে। দু'টো চালকেই দরকার আমার। পুরনোকেও দরকার, নতুনকেও দরকার, পুরুষকেও দরকার, মহিলাকেও দরকার, ভাইয়েদেরও দরকার, দরকার বোনেদেরও। সবাইকে নিয়ে চলতে হবে। "

এদিন তিনি দলের তরুণদের উদ্যেশ্য করে বলেন, '' ছাত্রযৌবনকে বলব আরও বেশি করে এগিয়ে আসুন। একসঙ্গে কাজ করুন। দেশমাতৃকার জন্য, রাজ্যের জন্য, মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ুন। কিছু কিছু এলাকায় কেউ কেউ নিজেদের কেউকেটা মনে করছেন বলে শুনতে পাচ্ছি। নিজেদের জন্য দলের মুখটা মনে রাখছেন না। মনে রাখছেন না আমাকে যে এত খাটতে হচ্ছে। আপনাদের জন্য, মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি, সারাজীবন মার খেতে খেতে এই জায়গায় এসে পৌঁছেছি। "