ব্রেকিং: তৃণমূল, ফের শুভেন্দু, নিজেই ট্যুইট করলেন

তৃণমূলকে ফের ট্যুইট করে নিশানা করেছেন শুভেন্দু। কড়া মন্তব্য করেছেন তিনি। 

author-image
Aniket
New Update
suvendu karchupi.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। ট্যুইট করে ধর্ম নিয়ে মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেছেন তিনি। তিনি বলেছেন, "টিএমসি পার্টির নেতৃত্ব নিজেদের সম্পর্কে কি ভাবেন? পোপ? আল্লামাহ? মহন্ত? কে তাদের 'রিমিক্স চণ্ডীপাঠে'র কর্তৃত্ব দিয়েছে; দেবী দুর্গার প্রতি নিবেদিত সবচেয়ে শক্তিশালী স্তোত্রগুলির মধ্যে একটি; আযানের সাথে; নামাজের ইসলামের দাওয়াত? এটা কি হিন্দুরা মেনে নেবে নাকি মুসলমানরা? কেন এই বিকৃতি? নিজেকে ধর্মনিরপেক্ষ দেখাতে ছাদ থেকে চিৎকার করার দরকার নেই। অবশ্যই ধর্মীয় মন্ত্রের অননুমোদিত পরিবেশন করে নয়। নতুন সংসদ ভবনের শুভ উদ্বোধনের সময় অনুষ্ঠিত 'সর্বধর্ম প্রার্থনা বা বহু-বিশ্বাসের প্রার্থনা' অনুষ্ঠান থেকে এটি শিখুন, যেখানে ১২ জন ধর্মীয় নেতা পরপর বিভিন্ন ভাষায় প্রার্থনা ও স্তোত্র উচ্চারণ করেছিলেন"।