/anm-bengali/media/media_files/e4rdr9LMP2M30tyYzAaC.jpeg)
নিজস্ব সংবাদদাতা: গত শুক্রবার বেহালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় ৮ বছরের শিশু সৌরনীল সরকারের। আজ তার মৃত্যুতে মৌন মিছিল করেছেন শুভেন্দু অধিকারী। এপরেই ট্যুইট করে তিনি দুর্ঘটনার জন্য ট্রাফিক পুলিশকে দায়ী করেছেন। তিনি বলেছেন, "আজ আমি ৮ বছর বয়সী সৌরনীল সরকারের স্মরণে বেহালায় মৌন মিছিলে অংশগ্রহণ করেছি।
/anm-bengali/media/media_files/uGyQPbLS3aOzkThfFg23.jpeg)
গত শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে বেহালা চৌরাস্তায় বাবা সরোজ কুমার সরকারের সঙ্গে স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন বড়িশা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকার। ডায়মন্ড হারবার রোডে সঠিক ট্র্যাফিক ব্যবস্থাপনার অভাবে শিশুটিকে এত অল্প বয়সে নিহত হতে হয়েছে। ট্রাফিক পুলিশের চরম অবহেলায় তার পরিবার এই অসহ্য যন্ত্রণা ও দুঃখে ভুগছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে তার বাবা-মা যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি পান"।
/anm-bengali/media/media_files/2DgFKSG71kUZq0V1u4lk.jpeg)
Today I participated in a Silent March in Behala, in memory of 8 year old Souranil Sarkar; a Class II Student of the Barisha High School, who was crushed to death after being hit by a speeding truck, last Friday around 6:30 am, while crossing the road along with his father Saroj… pic.twitter.com/ZatkDn8zTL
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 7, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us