ব্রেকিং: মোদীর থেকে সব নেবে কিন্তু মোদীকে ভোট দেয় না, অন্য দলের ভোটদাদাতের কড়া নিশানা শুভেন্দুর

এবার অন্য দলের ভোটদাতাদের নিশানা করলেন শুভেন্দু অধিকারী। 

author-image
Aniket
19 Sep 2023
suvendu

File Picture

নিজস্ব সংবাদদাতা: এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির বিবৃতির প্রেক্ষিতে মন্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার অন্য দলের ভোটদাতাদের নিশানা করেছেন। তিনি বলেছেন, "যারা ওয়াইসিকে সমর্থন করছেন তাদের গণনামূলক ভোটিং সিস্টেম রয়েছে। এই লোকেরা মোদীর বিরুদ্ধে ভোট দিয়েছে। তারা মোদীর কাছ থেকে এলপিজি সিলিন্ডার, টয়লেট, ঘর, রেশনের মতো সবকিছু নিয়ে নেয়। তারা কোভিড ভ্যাকসিনও নিয়েছিল কিন্তু তারা কর্ণাটকে কংগ্রেস, তামিলনাড়ুতে স্টালিন এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে ভোট দেবে"।