নিজস্ব সংবাদদাতা: মালদার ঘটনা সামনে আসতে দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। এবার মালদার ঘটনা নিয়ে নিজের বক্তব্য জানালেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত।
/anm-bengali/media/post_attachments/7LEwBLlBkI4UGBfMjXnw.jpg)
তিনি বলেছেন, "মালদহের ঘটনাকে মণিপুরের সাথে তুলনা করা উচিত নয়। দেশের যেকোনো প্রান্তে নারীর প্রতি নৃশংসতা নিন্দনীয়। পশ্চিমবঙ্গের ঘটনা যেখানে 'আদিবাসী' নারীদের মারতে দেখা যায় তা নিন্দনীয়। এটা পশ্চিমবঙ্গ সরকারের আইনহীনতার একটি উদাহরণ"।
ব্রেকিং: মালদার ঘটনা নিয়ে বড় মন্তব্য সিপিআইএম নেত্রীর
মালদার ঘটনা নিয়ে মন্তব্য করেছেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত। তিনি মণিপুরের সঙ্গে মালদার তুলনা করতে না করেছেন।
File Picture
নিজস্ব সংবাদদাতা: মালদার ঘটনা সামনে আসতে দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। এবার মালদার ঘটনা নিয়ে নিজের বক্তব্য জানালেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত।
তিনি বলেছেন, "মালদহের ঘটনাকে মণিপুরের সাথে তুলনা করা উচিত নয়। দেশের যেকোনো প্রান্তে নারীর প্রতি নৃশংসতা নিন্দনীয়। পশ্চিমবঙ্গের ঘটনা যেখানে 'আদিবাসী' নারীদের মারতে দেখা যায় তা নিন্দনীয়। এটা পশ্চিমবঙ্গ সরকারের আইনহীনতার একটি উদাহরণ"।