ব্রেকিং: বাংলায় নৌকাডুবি

দাসপুরের ত্রিবেণী পার্কে পিকনিক করতে এসে বাড়ি ফেরার পথে রুপনারায়নে মাঝ নদীতে নৌকা ডুবি, নিখোঁজ ৫, উদ্ধারে বিপর্যয় মোকাবিলা দল। ঘাটাল মহকুমা প্রশাসন থেকে দাসপুর ব্লক প্রশাসনও সামিল উদ্ধার কাজে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
g

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ত্রিবেণী পার্কে পিকনিক করতে এসেছিল হওড়া জেলার টিকিয়া পাড়ার বেশকিছু পর্যটক। পিকনিক করে বাড়ি ফেরার পথে রূপনারায়ণ নদীর মাঝেই ডুবে যায় নৌকা, এখনো পর্যন্ত নিখোঁজ পাঁচজন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। নৌকাটি ১৭-১৮ জন যাত্রী নিয়ে পারাপার হচ্ছিলো বলে সূত্রের খবর। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ। নিখোঁজদের তল্লাশিতে রয়েছে বিপর্যয় মোকাবিলা দলের আধিকারিকেরা।

g

 নিখোঁজ পাঁচজনের মধ্যে ১ জন শিশু ও এক নাবালক রয়েছে বলে জানা যাচ্ছে। রাতেই নিখোঁজদের তল্লাশি শুরু করেছে এনডিআরএফ দল। দাসপুরের দিক থেকে উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে উপস্থিত হন দাসপুর-২ ব্লকের বিডিও, দাসপুর থানার পুলিশ সহ মহকুমা প্রশাসনের আধিকারিকরাও। এছাড়াও খবর পেয়ে ঘটনাস্থলে যান ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশীষ হুদাইত। হাওড়ার পাশাপাশি এই জেলার দাসপুর থেকেও রুপনারায়ণ নদীতে বোট নামিয়ে এবং পরে এনডিআরএফ-এর বোট নামিয়েও তল্লাশি শুরু করা হয়।

g

স্ব

স

স

. . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . .. . . . . . .. . . . . .. . . . . . .. . . . . . . .. . . .. . . . . .. . . . .. . . . . . . . . .. . . . .. . . . .. . . .. . .. . . . . . .. . . . . .. . . . . .. . . .. . . . .. . . . .. . . .. . . . . .. . . . . .. . . . . .. . . . . .. . . . .. . . . . .. . . . . . . . .. . . . . . . .. . . . .. . .. . .. . .. . . .