New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভোট ঘিরে বেলাগাম সন্ত্রাসে রাজ্যে বলি আরও এক। আজ ভোররাতে এনআরএস হাসপাতালে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী সইবুর রহমানের। গত ৮ জুলাই রাতে সইবুর এবং তার ভাই এনআরএস হাসপাতালে ভর্তি হন। সোমবার তার ভাইয়ের মৃত্যু হয়। আজ মৃত্যু হল সইবুরের। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বড়শিমুল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন সইবুর। অভিযোগ, ভোটের দিন তার এবং তার ভাইয়ের ওপর বোমা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। যার ফলে গুরুতর জখম হন তারা। ভোটের হিংসায় এই নিয়ে রাজ্যে ৪৯ জনের মৃত্যু হল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us