New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ পরিস্থিতি চলছে রাজ্য জুড়ে। রক্তের নির্বাচনে প্রাণ যাচ্ছে, আহত হচ্ছে একের পর এক মানুষ। এবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমডাঙায় উত্তেজনা তৈরি হয়েছে। উত্তর ২৪ পরগনার আমডাঙায় টেবিলে বোমা রেখে চলছে রক্তের নিৰ্বাচন। টেবিলে বোমা রেখে ছাপ্পা ভোট চালানো হচ্ছে বলে অভিযোগ উঠছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us