সীমান্তে সীমান্তে তৈরি হচ্ছে মরণফাঁদ! স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে এলো প্রমাণ

ধৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2024-11-30 at 13.52.28

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাঁ চকচকে গাড়িতে করে গাজা পাচারের চেষ্টা। কিন্তু হল না শেষ রক্ষা। শনিবার শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর সংলগ্ন টোলপ্লাজা এলাকায় একটি পিকআপ ভ্যানকে দাঁড় করায় পুলিশ। গাড়িসহ আটক করা হয় চারজনকে। এর মধ্যে দুজন চালক এবং দুজন যাত্রী। সন্দেহজনক ঐ পিকআপ ভ্যানে তল্লাশী চালানো হয় এরপরে তার ডিকি থেকে উদ্ধার হয় ১৫১ কেজি গাঁজা। এই ঘটনায় ওই গাড়িতে থাকা চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

তাদের নাম মৌসম সরকার, হাবলু হোসেন, রফিকুল মিয়া এবং উত্তম চন্দ্র নারায়ন। তাদের প্রত্যেকের বাড়ি কোচবিহারে। প্রসঙ্গত এর আগেও বেশ কয়েকবার ফাটাপুকুর টোল প্লাজায় গাজা পাঁচারের উদ্দেশ্যে গাড়ি আটক করা হয়েছে। এই অঞ্চলকে করিডর করেই নেশা ব্যবসায়ীদের রমরমা ব্যবসা চলছে। 

WhatsApp Image 2024-11-30 at 13.52.29 (1)

স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে কোচবিহার থেকে পিকআপ ভ্যানে তারা গাঁজা নিয়ে যাচ্ছিল শিলিগুড়ির উদ্দেশ্যে। ফাটাপুকুর টোল প্লাজার কাছে সন্দেহজনক পিকআপ ভ্যানে চেম্বার বানিয়ে বাইশটি প্যাকেটে এই গাঁজা পাচারের ছক কোষে ছিলেন তারা। ধৃতদের আজ তোলা হয় শিলিগুড়ি মহাকুমা আদালতে। এই গাঁজা পাচার চক্রের সঙ্গে আরো সক্রিয় বড়ো চক্র জড়িত রয়েছে বলেই অনুমান স্পেশাল টাস্ক ফোর্সর। ধৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ।

WhatsApp Image 2024-11-30 at 13.52.29