New Update
/anm-bengali/media/media_files/2025/12/11/screenshot-2025-12-11-165059-2025-12-11-16-52-23.png)
নিজস্ব সংবাদদাতা: তারিখটি ছিল নভেম্বরের ৬। ওই দিনই বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠকে পদত্যাগ করতে বলা হয়েছিল দলের তরফ থেকে। কিন্তু সেই সময় তিনি পদত্যাগ করেননি। পরবর্তীতে ১৯ তারিখ বনগাঁ পৌরসভার ৯ জন কাউন্সিলর গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা আনেন। তারপরও তিনি পদত্যাগ না করায় রবিবার বনগাঁ পৌরসভার ৩ জন কাউন্সিলর আস্থা ভোট ডাকেন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় এই ভোট হওয়ার কথা ছিল। আস্থা ভোটের আগে বনগাঁ পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে ইমেইল মারফত পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন গোপাল শেঠ। পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সীর নির্দেশ মত তিনি পদত্যাগ করছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/11/screenshot-2025-12-11-165114-2025-12-11-16-52-45.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us