বোমাবাজি! অশান্তি! ফাটল মাথা

বোমার পাহাড়! উৎস কী? কারা জোগান দিচ্ছে? অশান্তির শেষ কোথায়? পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক অশান্তির ঘটনায় উঠছে এমনই সব প্রশ্ন।

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : অশান্তি যেন থামছেই না। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই দিকে দিকে অব্যাহত রাজনৈতিক সংঘর্ষের ঘটনা। মুর্শিদাবাদে ফের বোমাবাজির অভিযোগ। বীরভূম-মুর্শিদাবাদে যেভাবে মুড়ি মুড়কির মতো বোমা উদ্ধারের ঘটনা ঘটছে, বোমাবাজির ঘটনা ঘটছে তাতে এত বোমা কে বা কারা মজুত করে রাখছে সেই নিয়ে উঠছে প্রশ্ন। এবার বোমাবাজির সাথা সাথে সংঘর্ষে জড়ালো তৃণমূল ও কংগ্রেস।   চাকরানপাড়ার পর  গোধনপাড়ায় বোমাতঙ্ক। ইট বৃষ্টি হয়  তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে। ইটের আঘাতে ২ তৃণমূল কর্মীর ফাথা ফেটেছে বলে দাবি শাসক শিবিরের। ঘটনায় কাঠগড়ায় কংগ্রেস। কংগ্রেসের পাল্টা দাবি, 

দলের এক কর্মী রাজমিস্ত্রির কাজে গেলে তাকে প্রথমে তাড়িয়ে দেয় তৃণমূল কর্মীরা। সেই থেকেই শুরু ঝামেলা। এরপর মুড়ি মুড়কির মতো পড়তে থাকে বোম।