দিনে দুপুরে বোমাবাজির অভিযোগ জগদ্দলে

গতকালের পর ফের দিনে দুপুরে বোমাবাজির অভিযোগ জগদ্দলে। শুক্রবার রাতে অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি হয়।

author-image
Jaita Chowdhury
New Update
১১২৩

নিজস্ব সংবাদদাতা: ফের উত্তপ্ত জগদ্দল। আরও একবার বোমাবাজির অভিযোগ। দিনে দুপুরে বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, জুটমিল শ্রমিকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। শুক্রবার রাতে অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি হয়। 

bombblast-sixteen_nine-sixteen_nine-sixteen_nine
ফাইল চিত্র