রাজনীতির প্রতিহিংসায় রক্তাক্ত শৈশব

বোমাবাজির অভিযোগ ওঠে ভাঙড়ের ফুলবাড়িতে। অভিযোগের তীর শাসকদলের দিকে হলেও তৃণমূল তা অস্বীকার করেছে।

author-image
Pallabi Sanyal
New Update
isf tmc

আইএসএফ-তৃণমূল

নিজস্ব সংবাদদাতা : ভাঙড়ে  রাজনৈতিক প্রতিহিংসার জেরে রক্তাক্ত শৈশব। রবিবার ভাঙড়ে আইএসএফের সভা ছিল। পঞ্চায়েত নির্বাচনে সামনে রেখে গুটি সাজাচ্ছে রাজনৈতিক দলগুলি। সোমবারই বোমাবাজির অভিযোগ ওঠে ফুলবাড়িতে। অভিযোগের তীর শাসকদলের দিকে হলেও তৃণমূল তা অস্বীকার করেছে। বোমাবাজির ঘটনায় জখম হয়েছে এক শিশু। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শিশুটিকে।