শুভ মহালয়া বলতে বলতে স্কুলের ভেতর ছোঁড়া হল চকলেট বোমা!

কোথায় ঘটল এই কাণ্ড?

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-09-23 142210

হরি ঘোষ, দুর্গাপুর: দুর্গাপুরের এমএএমসি মডার্ন হাই স্কুলের ভেতর ছোঁড়া হল চকলেট বোমা। এমন দৃশ্য মুহূর্তে ভাইরাল হতেই তোলপাড় গোটা এলাকাজুড়ে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মহালয়ার সকালে কয়েকজন ছেলে টোটোতে চেপে স্কুলের সামনে এসে দাঁড়ায়। তারপর শুভ মহালয়া বলতে বলতে একের পর এক চকলেট বোমা ছুঁড়ে দেয় স্কুলের বাউন্ডারির ভেতর। এই ভিডিও ভাইরাল হতেই আতঙ্কিত পড়ুয়ারা থেকে শিক্ষক-শিক্ষিকারা। স্কুলের ভেতর রয়েছে জেনারেটর, নানান ইলেকট্রিক সরঞ্জাম, মূল্যবান কাগজপত্র। ফলে একটুখানি আগুনের আঁচ লাগলেই ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা। প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য বলেন, “ভিডিওটি আমার কাছেও এসেছে। সঙ্গে সঙ্গে থানায় লিখিতভাবে জানিয়েছি। এত বৈদ্যুতিক যন্ত্রপাতি ও জেনারেটর থাকা অবস্থায় এমন কাণ্ড ভয়ংকর। বড় অগ্নিকাণ্ড হলে দায় নিত কে?” যদিও পুলিশ আশ্বাস দিয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

WhatsApp Image 2025-09-23 at 2.06.06 PM