/anm-bengali/media/media_files/2025/06/11/4YwIPD5xXATHAQiKgOku.jpeg)
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর: তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত সমিতির সদস্যের উপর বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার যাদববাটি এলাকার ঘটনা। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তৃণমূল নেত্রী। পুরো ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী ও গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্য ঊর্মিলা সরকারের অভিযোগ, গতকাল রাতে নয়াবাজারে থাকা মেয়ের বাড়ি থেকে মোটর বাইকে করে নিজের বাড়ি ফেরার পথে যাদববাটি খেয়াঘাট এলাকায় হঠাৎ ৪ থেকে ৫ জন দুষ্কৃতী তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে। ঘটনায় আতঙ্কিত হয়ে কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে বাড়ি আসেন ওই নেত্রী ও তার স্বামী। ঘটনায় ২ জনকে চিহ্নিত করে দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। ঘটনার খবর পেয়ে জেলা তৃণমূলের সহ সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য ঊর্মিলা সরকারের সঙ্গে দেখা করতে যান জেলা তৃণমূলের মহিলা সভা নেত্রী স্নেহলতা হেমব্রম।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us