/anm-bengali/media/media_files/sp1pekT2eIG4eCpwu2eE.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের বীরভূমে তাজা বোমা উদ্ধার। ২ ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হল বীরভূমের রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামের হাটতলার কাছে। সূত্রে খবর, একটি পুকুরপাড়ের ঝোপ থেকে দুটি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন পুকুরের পাড়ে একটি ঝোপের আড়ালে দুটি প্লাস্টিকের ড্রাম দেখতে পান। কাছে গিয়ে দেখেন সেগুলোতে বোমা মজুত রয়েছে। ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ঘিরে রাখে। পুলিশের পক্ষ থেকে বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমে পরপর বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। কীভাবে ফের এলাকায় বোমা মজুত হচ্ছে, তা খতিয়ে দেখছে পুলিশ।