রাজ্যে এখনও মজুত বোমা?

দুষ্কৃতীরাজ বাড়ছে বাংলায়! অব্যাহত বোমাবাজি। উদ্ধার হচ্ছে বোম। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা।

author-image
Pallabi Sanyal
New Update
margram bomb

ফাইল ছবি



নিজস্ব সংবাদদাতা : শুরুটা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের আগে। একের পর এক জেলা থেকে উদ্ধার হচ্ছিল বোমা। বিরোধীদের অভিযোগ ছিল, বোমা-বারুদের স্তূপে দাঁড়িয়ে রাজ্য। পঞ্চায়েত নির্বাচন মিটে গিয়েছে।  এখনও রাজ্যে অব্যাহত ব্যাপক বোমাবাজি। কোথা থেকে আসছে এত বোমা? পুলিশ-প্রশাসনের তরফে জায়গায় জায়গায় হানা দিয়েও বোমা নিশ্চিহ্ন করা যায়নি বাংলা থেকে? তবে কি বাইরের রাজ্য থেকে আসছে বোমা? কোথায় গলদ? উঠছে এমনই সব প্রশ্ন। 

সোমবার মধ্যরাতে অনুব্রত মণ্ডলের গড় বীরভূমের সিউড়িতে থেকে উদ্ধার বোমা। নর্দমা থেকে উদ্ধার করা হয় তাজা বোমা। দুষ্কৃতীরা ওই বোমা রেখে গিয়েছে বলে অবিযোগ স্থানীয়দের। ঘটনার পর থেকেই পলাতক দুষ্কৃতীরা। তদন্তে পুলিশ। 

hiring.jpg