বোমা তৈরি! ধরে ফেললো স্থানীয়রা

পঞ্চায়েত ভোটে কি অশান্তি হবেই? বোমা তৈরির কাজ চলছে! পাকড়াও ২ দুষ্কৃতি।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
margram bomb

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের বিভিন্ন প্রান্তে মুড়ি মুড়কির মতো বোমা উদ্ধারের ঘটনার মাঝেই এবার অভিযোগ বোমা তৈরির। হাতেনাতে ধরে ফেললো স্থানীয়রা। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কাঁথির বসন্তিয়ায়। দুই দুষ্কৃতিকে ধরে ফেলে স্থানীয়রা। অভিযোগ, স্থানীয় এক বাগানেই চলছে বোমা তৈরির কাজ। বিজেপির অভিযোগ দুষ্কৃতিরা তৃণমূল আশ্রিত। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। 

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা তৈরির ঘটনায় প্রশ্ন উঠছে, সন্ত্রাস করতেই কি বোমা বাধার কাজ চলছিল? বোমাবাজি করেই কি এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করা হবে যাতে কেউ ঘর থেকে না বেরোয় ভোট দিতে? কারচুপির পথ প্রশস্ত হচ্ছে?