New Update
/anm-bengali/media/media_files/2025/04/29/mzFVzdCbUqFHJkREiiSl.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার উচুডিহা গ্রামে হঠাৎই বোমাতঙ্ক। উচুডিহা গ্রামে আকাশ থেকে পড়ল বোমা, এমনই খবর দিলেন এক এলাকাবাসী। জানা যায়, সোমবার সকালবেলা নাকি আকাশ থেকে পড়ল বোমা। হতবাক সকলে। নমিতা দে-র পুকুরে আকাশ থেকে পড়ে এই বোমা। বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বারুদের চিহ্ন। যদিও কোথা থেকে বোমা পড়ল পুকুরে তা নিয়ে ধোঁয়াশা। তদন্তে দাঁতন থানার পুলিশ। স্থানীয় মানুষজন কি বলছেন?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us