New Update
/anm-bengali/media/media_files/qyhVYD6Xn5BIUX81IN5l.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মালপাড়া এলাকায় ওয়ার্ডেরই তৃণমূল সভাপতি শিবা হাজরার বাড়ির সামনে থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ।
লোকসভা নির্বাচনের আগেও ওই এলাকা থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে বলে দাবি এলাকাবাসীর। বাড়ির সামনে পড়ে রয়েছে বোমা তৈরীর দড়ি।অনেকের অনুমান বাড়ির সামনে বাধা হচ্ছিল বোমা। তবে ওয়ার্ড সভাপতি শিবা হাজরার অভিযোগ, বারবার দলেরই কিছু কর্মী তাকে হুমকি দিচ্ছে। তারাই ভয় দেখানোর জন্য এই বোমা ফেলে গিয়েছে বলে দাবি করছেন ওয়ার্ড সভাপতি। তবে কারা এই বোমা রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us