ভিন রাজ্যের ব্যক্তির ব্যাগে বোমা! মধ্যমগ্রামে হল বিস্ফোরণ

ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-18 at 1.20.03 PM (1)

নিজস্ব প্রতিনিধি মধ্যমগ্রাম: মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনেই এক ব্যক্তির হাতে ব্যাগ ভর্তি বোমা। সেই  বোমা বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হয় ওই ব্যক্তি। তাকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ যায়। বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ এসডিপিও বারাসত বিদ্যাগর অজিঙ্কা অনান্তও যান সেখানে। পরে ব্যক্তিটির মারা গিয়েছে বলে জানা গেল।
 
সংবাদমাধ্যমকে ছবি তুলতেও মানা করা হয় প্রথম অবস্থায়। তদন্তের স্বার্থে সাংবাদিকদের সহযোগিতা করতে বলা হয় কারণ ঘটনাস্থলে বোমা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। যে ঘটনা ঘটে তা মধ্যমগ্রামের মানুষের কাছে একেবারে নতুন। বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয় সাথে সাথে। তারা আসার পরই ঘটনাস্থল থেকে ওই ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ খোলা হলেও তেমন কিছু পাওয়া যায়নি। ছিল মোবাইল, চার্জার, ইলেকট্রনিকস গেজেট এবং জামা প্যান্ট, জানান অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশ সুত্রে জানা যায় ওই ব্যক্তির নাম সচিদা নন্দ মিশ্রা। সে উত্তর প্রদেশের বাসিন্দা। 

blast