Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/hcz6UOwCXwrSburuoxjg.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : রাজ্যে বোমার পাহাড়! ভোট পর্ব মিটে গেলেও অঘটন থামছে না। ফের বোমা বিস্ফোরণে রক্তস্রোত বয়ে গেল। ঘটনাস্থল মুর্শিদাবাদের সালার। ভোটের আগে অভিযোগ ছিল যে ভোটে অশান্তি পাকানোর চেষ্টায় বোমা মজুত করা হচ্ছে। কিন্তু এবার? ভোট মিটে গিয়েছে। তাও কেন ঘটছে এমন ঘটনা? রাজনৈতিক হিংসা, দলাদলির মাঝে রক্তাক্ত শৈশব। জখম হয়েছে ৭ ও ৮ বছরের দুই শিশু।তাদের সালার ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবলা গ্রামে রাস্তার পাশে ঝোঁপের মাঝে লুকনো ছিল সকেট বোমা। তার পর তা ফাটতেই ঘটলো বিপত্তি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us