/anm-bengali/media/media_files/2025/07/05/screenshot-2025-07-05-pm-2025-07-05-12-08-44.png)
File Picture
নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে গতকাল রাতে বোমা বিস্ফোরণে একটি পরিত্যক্ত বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই ঘটনায় একজন নিহত এবং তিন জন আহত হয়েছেন। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। গতকাল রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ রাজুয়া গ্রামের বাসিন্দারা পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে তারা দেখেন গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি পুরোপুরি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের পাশেই আহত অবস্থায় একজনকে পালিয়ে যেতে দেখে গ্রামবাসীরা তাকে আটক করেন। আহত ওই ব্যক্তির নাম তুফান চৌধুরী, যিনি রাজুয়া গ্রামেরই বাসিন্দা। খবর পেয়ে কাটোয়া মহকুমা এসডিপিও কাশীনাথ মিস্ত্রি এবং কাটোয়া থানার আইসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহত তুফান চৌধুরীকে তড়িঘড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাতেই কাটোয়া থানার পুলিশ তুফান চৌধুরীকে গ্রেফতার করে। মৃতের পরিচয় ও অভিযুক্তের অপরাধমূলক রেকর্ড ঘেটে বিস্ফোরণে নিহত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। জানা গেছে, তিনি বীরভূমের নানুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া তুফান চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং গত ১২ দিন আগেই তিনি জেল থেকে ছাড়া পেয়েছিলেন।
বালিঘাট দখলকে কেন্দ্র করে বোমাবাজি? যদিও ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে রাজি নন, সূত্র মারফত জানা গেছে, এলাকার বালিঘাট দখলকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই তুফান চৌধুরীর সঙ্গে অন্য গোষ্ঠীর মধ্যে চাপা উত্তেজনা চলছিল। অভিযোগ রয়েছে, তুফান চৌধুরী বাইরে থেকে লোক নিয়ে এসে বালিঘাট দখলের উদ্দেশ্যে বোমা বানাচ্ছিলেন এবং সেই বোমা বাঁধতে গিয়েই গতকাল রাতে বিস্ফোরণ ঘটে। পুলিশি তৎপরতা ও তদন্ত বিস্ফোরণের পর থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বাড়ির চারপাশ ব্যারিকেট করে দেওয়া হয়েছে। আজ সকালেও দেখা যায় মাটির পরিত্যক্ত বাড়িটি ভগ্নস্তূপে পরিণত হয়েছে। গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন এবং কেউই এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না। ঘটনার পর এলাকাবাসীর মনে প্রশ্ন উঠেছে, এত বোমার মশলা কোথা থেকে এলো এবং জনবহুল এলাকায় কীভাবে বোমা বাঁধা হচ্ছিল? কাটোয়া থানার পুলিশ এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।