ভোটগণনার মধ্যে ফাটল বোমা! উড়ে গেল হাত

ভোটের আগেই থেকেই চলছে অশান্তি। আজ গণনার দিনেও তার অন্যথা হল না। এবার ভোটের গণনার দিন বিস্ফোরণ। বোমা বিস্ফোরণে উড়ে গেল এক ব্যক্তির হাত। ঘটনা ময়নার।

author-image
Anusmita Bhattacharya
New Update
blast

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে অশান্তির সূত্র ধরে গণনার দিন মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর এসেছে সামনে। এবার পূর্ব মেদিনীপুরে গণনার দিন বোমার আঘাতে হাত উড়ে গেল এক প্রার্থীর। ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোরবদান গ্রামে ঘটেছে এই ঘটনা। আহত অবস্থায় ওই ব্যক্তিকে ভর্তি করা হয় তমলুক জেলা হাসপাতালে। ময়নায় ভোট গণনার দিন বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবরদান গ্রামে বোমা বিস্ফোরণে আহত হওয়া ব্যক্তির নাম গুরুপদ ভুঁইয়া। দুপুরে বাঁশ বাগানে বাঁশ কাটতে গিয়ে এই বিপত্তি ঘটেছে।