New Update
/anm-bengali/media/media_files/GgxTa0pDV8UQszaGKsCy.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের খবরের শিরোনামে উঠে এল ভাটপাড়া। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পৌরসভার ১২ নং ওয়ার্ডের একটি বাড়িতে পাওয়া গিয়েছে বেশ কিছু অশোধিত বোমা। এই বোমাগুলি ভাটপাড়া থানার পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড তাদের সাথে করে সেগুলিকে নিষ্পত্তি করার জন্য নিয়ে গেছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, বস্তার ভিতরে প্রায় ২০টি বোমা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
/anm-english/media/post_attachments/9ea34c8e-167.png)
#WATCH | North 24 Parganas, West Bengal: Bhatpara Police and Bomb Disposal squad take the crude bombs, that were found in a house in Ward No. 12 of Bhatpara Municipality, with them for disposal. pic.twitter.com/fgpYTFh1ns
— ANI (@ANI) September 12, 2024
কে বা কারা এই বোমা রেখে গিয়েছিল, তা এখনও জানা যায়নি। ভাটপাড়া থানার পুলিশ তদন্ত করছে। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, বুধবার রাতে ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে ব্যাগ ভর্তি বোমা পড়ে থাকার খবর পায় পুলিশ।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, স্থানীয় বাসিন্দারাই প্রথম এই বোমা ভর্তি ব্যাগ উদ্ধার করেছে। এই ঘটনায় স্থানীয় এক বাসিন্দা জানান, '' এক সময় পরিত্যক্ত ওই বাড়িতে থাকতেন তারা। দীর্ঘ দিন ওই বাড়িতে কেউ থাকেন না। বার বার বাড়ির গেটে তালা লাগানো হলেও সেগুলি ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ওই বাসিন্দার। ''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-english/media/post_attachments/6853cadd-eef.png)
/anm-english/media/post_attachments/f446e3c6-3e0.png)
/anm-english/media/post_attachments/7b39b51d-aec.png)