অবৈধ বালি পাচার রুখতে কড়া নজরদারি বোলপুর থানার পুলিশের

পড়ুন বিশদে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-04 at 2.07.23 PM

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: বোলপুরে অবৈধ বালি পাচার রুখতে কড়া পদক্ষেপ নিল বোলপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলপুর থানার অন্তর্গত অজয় নদী এলাকা থেকে অবৈধভাবে বালি বহন করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিনটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশ।

জানা যাচ্ছে, দেউলী এলাকা থেকে এই বালি বোঝাই ট্রাক্টরগুলি বোলপুরের দিকে আসছিল। কাশিপুর রাস্তায় নজরদারির সময় পুলিশ এগুলি আটক করে। তবে আটক ট্রাক্টরগুলির সঙ্গে থাকা চালক বৈধ কোনও নথিপত্র দেখাতে না পারায় পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, অবৈধ বালি উত্তোলন ও পাচারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বোলপুর থানার পুলিশ।

Screenshot 2025-12-04 142445