ময়নাতদন্ত! হাসপাতালে আনা হল দেহ

লাউদোহায় অগ্নিদগ্ধ হয়ে নিহত দাদা ও দুই বোনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

author-image
Pallabi Sanyal
27 May 2023
ময়নাতদন্ত! হাসপাতালে আনা হল দেহ

নিজস্ব সংবাদদাতা : লাউদোহায় অগ্নিদগ্ধ হয়ে নিহত দাদা ও দুই বোনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। প্রসঙ্গত, লাউদোহার লস্করবাধের আদিবাদী পাড়ায় ৩ ভাই বোনের মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে প্রতিবেশীরা। মৃতদের নাম মঙ্গল সোরেন(২৭) , সুমি সোরেন(৩৪) ও সুকুমনি সোরেন(৩১)। এর মধ্যে মঙ্গল সোরেন লাউদোহা থানায় সিভিক ভল্যান্টিয়ারের কাজ করেন।এক বোন সুমি সোরেন কলকাতায় নার্সের কাজ করতেন, সপ্তাহ দুয়েক আগে বাড়িতে আসে। অপর বোন বাড়িতেই থাকতেন।  বাবা হপনা সোরেন প্রাক্তন ইসিএল কর্মী,মা কয়েক বছর আগে মারা গেছেন।