New Update
/anm-bengali/media/media_files/2025/08/12/whatsapp-image-2025-08-12-2025-08-12-16-27-17.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: নদী থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম নান্টু শেখ (৪৮)। বীরভূম জেলার পইকট থানার কালিন্দী গ্রামের বাসিন্দা সে। রাজমিস্ত্রির কাজের সূত্রে এসেছিল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। আজ সকালে দাসপুরের রবিদাসপুরের দূর্বা চটি নদী থেকে উদ্ধার হয়েছে তার মৃতদেহ।
দাসপুরের তেমুনি এলাকায় থাকতো এই নান্টু শেখ সহ বেশ কয়েকজন। কাল দুপুর নাগাদ নান্টু তাদের বাড়ি থেকে বের হয় কিন্তু আর ফেরেনি। নান্টুর সাথে থাকা সহকর্মীরা প্রচুর খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি। তবে আজ নদী থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে তার। কি কারনে মৃত্যু বলতে পারছে না কেউ। মৃতদেহ উদ্ধার ঘিরে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us