বাঙালি পরিযায়ী শ্রমিকের দেহ উত্তরপ্রদেশে রেললাইনের ধারে

জানা গেল মৃতের নাম।

author-image
Anusmita Bhattacharya
New Update
hand-dead-victim-woman-covered-600nw-

ফাইল চিত্র

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে এক মর্মান্তিক ঘটনা। উত্তরপ্রদেশের রেললাইনের পাশে উদ্ধার হয়েছে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃতদেহ। মৃত যুবকের নাম প্রতীক হেমরম যার বাড়ি বীরভূম জেলার পাড়ুই থানার অন্তর্গত দামোদরপুর গ্রামে।

পরিবারের দাবি, গত মাঘ মাসে প্রতীক চেন্নাইয়ে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল। সে চেন্নাইয়ে একটি কাজে নিযুক্ত ছিল বলেই জানতেন পরিবারের সদস্যরা। তারপর কম মাইনের জন্য ব্যাঙ্গালোরে সিকিউরিটি গার্ড নিযুক্ত হয়েছিল সে। সেখানেও কম বেতনের জন্য আবার চেন্নাই যাচ্ছিল সে। কিন্তু হঠাৎ করেই উত্তরপ্রদেশে রেললাইনের ধারে তার মৃতদেহ পাওয়া যাওয়া ও এতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতীকের দেহ বর্তমানে উত্তরপ্রদেশে রয়েছে এবং প্রশাসনের সহায়তায় মৃতদেহটি আনার প্রক্রিয়া চলছে। তবে কীভাবে আর কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।

পরিবারের দাবি, এই মৃত্যুর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে, তবে তার পূর্ণাঙ্গ তদন্ত হোক। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা যেন দ্রুত প্রকাশ্যে আসে এই দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। 

WhatsApp Image 2025-10-27 at 3.34.42 PM