পুকুর পাড়ে দেহ!

কাঁথি থানার অন্তর্গত বাঁকাবেড়িয়া গ্রামের মাঝ মাঠে পুকুর পাড়ে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল।

author-image
Pallabi Sanyal
New Update
dead

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর :  কাঁথি থানার অন্তর্গত বাঁকাবেড়িয়া গ্রামের মাঝ মাঠে পুকুর পাড়ে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল। স্থানীয় এক মহিলা জ্বালানি সংগ্রহ করতে মাঠের মাঝখানে একটি পুকুরের ধারে এলে, সেখানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপরেই সে দৌঁড়ে গিয়ে খবর দেয় আশেপাশের বাড়ির মানুষজনদের। খবর দেওয়া হয় কাঁথি থানায়। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় কাঁথি থানার পুলিশ। এরপর পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে এই যুবকের কোনও সঠিক পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।